আদর আজাদ

আদর আজাদ হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে সেখান থেকে ইন্টার্নের জন্য দেশের অভিজাত হোটেল ওয়েস্টিনের রিসেপশনে যোগ দিয়েছিলেন। চারমাস চাকরী করে সেখানে স্থায়ীও হন। সেই পাঁচতারকা হোটেলের রিসেপশনে চাকরীর সময় ২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আদর। সেই প্রতিযোগিতা তার ভাগ্য বদলে যায়। রাতারাতি পরিচিতি পান। চাকরী ছেড়ে মিডিয়াতে নিয়মিত হন। বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে থাকেন।

প্রথম চলচ্চিত্র ‘তালাশ’-এ একজন রকস্টার চরিত্রে অভিনয় করে প্রশংসা পান আদর আজাদ। এরপর তিনি ‘লাইভ’, ‘ যাও পাখি বলো তারে’, ও ‘যন্ত্রণা’ ছবিতে অভিনয় করেছেন।

সুদীপ্ত মজুমদার

সুদীপ্ত মজুমদার একজন চিত্রগ্রাহক। তিনি ‘বিক্ষোভ’ ও ‘মিশন এক্সট্রিম’ ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেন।

রাসেল মাহমুদ

রাসেল মাহমুদ একজন গীতিকার। তিনি ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ও ‘তুফান’ ছবির গানের কথা লিখেছেন।