News Category:
নীল হুরেজাহান
নান্দনিক বাচনভঙ্গি আর মিষ্টি হাসি দিয়ে অনবদ্য উপস্থাপক হিসেবে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন নীল হুরেজাহান। হুরেজাহানের মিডিয়ায় ক্যারিয়ার শুরু ২০১৪ সালে রেডিও জকি হিসেবে। পরের বছরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শুরু উপস্থাপনা। ২০১৭ সালে প্রথম মডেল হন মেরিলের বিজ্ঞাপনে। পরে ক্লোজআপের বিজ্ঞাপনে কাজ করে সাড়া ফেলে দেন।
উপস্থাপনা ও মডেলিংয়ের পাশাপাশি তিনি অভিনয়ের সাথেও জড়িত আছে। তাকে বঙ্গ ববের প্রথম সিজনে ‘শহরে টুকরো রোদ’ এবং চরকির ‘নিঃশ্বাস’ ওয়েব ফিল্মে দেখা যায়।