নাবিলা আলম পলিন

নাবিলা আলম পলিন অভিনয় শিল্পী ও কবি। অভিনয় শিল্পে তার যাত্রা শুরু হয় ১৯৯৫ এ বাংলাদেশ বেতার এ কন্ঠ অভিনয় এর মাধ্যমে। ১৯৯৮ থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শুরু হয় অভিনয়। অদ্যাবধি চলছে তাদের শিল্পচর্চা।

১৯৯৬ সালের ২৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন উপস্থাপক, অভিনয় শিল্পী ও নাট্য পরিচালক শফিউল আলম বাবুকে। তার কন্যা মেলিতা মেহজাবিন অর্পা একজন অভিনেত্রী।

মেলিতা মেহজাবিন অর্পা

মেলিতা মেহজাবিন অর্পার অভিনয় জগতে অভিষেক হয় ‘কালা কইতর’ নাটক দিয়ে। তখন অর্পার বয়স মাত্র ছয় মাস।

তার বাবা উপস্থাপক-অভিনেতা শফিউল আলম বাবু এবং মা কবি ও অভিনেত্রী নাবিলা আলম পলিন।

হারুন অর রশিদ

হারুন অর রশিদ একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘হৃদয় থেকে হৃদয়’ ও ‘ডিসকো বাইদানী’ চলচ্চিত্র সম্পাদনা করেছেন।