এলিজা চিশতি

এলিজা চিশতি ‘প্রতিশোধের আগুন’, ‘মৌমাছি’ ও ‘আশার প্রদীপ’ ছবিতে অভিনয় করেছেন।

জিনাত

জিনাত একজন চিত্রনায়িকা। তিনি শিশু শিল্পী হিসেবে সত্তর দশকে চলচ্চিত্রে আগমন করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘শুভদা’। এরপর তিনি ‘আলীবাবা চল্লিশ চোর’, ‘তালাচাবি’, ‘অবহেলা’, ‘সাত বান্ধবী’, ‘চাঁপা ডাঙার বউ’, ‘নিয়ত’, ‘একসিডেন্ট’, ‘সহধর্মিনী’, ‘ন্যায় অন্যায়’, ‘রাজবধূ’, ‘রঙিন রাখাল বন্ধু’, ‘বিষ কন্যার প্রেম’, ‘জননী’, ‘নাগজ্যোতি’, ‘লৌহ মানব’, ‘প্রফেসর’, ‘আমার জান’, ভিখারির ছেলে’, ‘নাগর দোলা’, ‘ভরসা’, ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘বীরযোদ্ধা’, ‘হুংকার’, ‘বজ্রপাত’, ‘মোহনবাঁশী’, ‘পিতা মাতা সন্তান’ প্রভৃতি।

জিনাতের জন্ম মুন্সিগঞ্জে। তার আসল নাম ফাতেমা বেগম।

খোরশেদ আলম

খোরশেদ আলম একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘আত্মরক্ষা’ ছবির সম্পাদনা করেছেন।

কাজী ইমদাদুল হক

কাজী ইমদাদুল হক একজন চিত্রগ্রাহক। তিনি ‘আত্মরক্ষা’ ছবির চিত্রগ্রহণ করেছেন।