আবুল খায়ের

চোখে চশমা পড়া বুড়ো লোকটি একটি গাছ খুঁজছেন, অর্জুন গাছ, ঔষধ বানানোর জন্য। তিনি কবিরাজ। গাছ পাওয়া গেল না। বাবা যে গাছ লাগিয়েছিল, সন্তান সেই গাছ বিক্রি করে দিয়েছে। হতাশ কন্ঠে কবিরাজ বলেন, ‘আমি আর আপনেগো কবিরাজ না। আপনেরা চাইলেও আমি আর ঔষধ দিতে পারুম না’। এরপর তিনি হাটের মধ্যে গাছের চারা বিলি করেন আর বলেন, ‘আর আমাগো সন্তানেরা, তোমাদের জন্য ট্যাকার গাছ লাগাইলাম, অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম’। ছোট্ট কিন্তু শক্তিশালী মেসেজসহ এই ভিডিওটি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন প্রচারিত হয়েছিল। ভিডিওর বুড়ো কবিরাজের নাম আবুল খায়ের, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুণী অভিনেতা। 

অভিনেতা আবুল খায়ের বাংলাদেশি নাটক এবং চলচ্চিত্রশিল্পী। ৫০ এর দশকে তিনি অভিনয় শুরু করেন। তিনি অনেকগুলো নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়প্রতিভার জন্য তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছিলেন। হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক এইসব দিনরাত্রি থেকে শুরু করে বহুব্রীহি, আজ রবিবার ইত্যাদি নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৭১ সালের ৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষনের সচল দৃশ্য সংরক্ষন করেছিলেন অভিনেতা আবুল খায়ের।

তথ্যসূত্র:
১. উইকিপিডিয়া

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আবুল খায়ের