শমসের আলী

শমসের আলী একজন রূপসজ্জাকার। তিনি ঢালিউডের প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ রূপসজ্জাকার হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘এ দেশ তোমার আমার’, ‘আসিয়া’, ‘রাজধানীর বুকে’, ‘কখনো আসেনি’, ‘সুতরাং’ প্রভৃতি চলচ্চিত্রে কাজ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শমসের আলী
ডাকনাম শ্যাম বাবু