শমসের আলী

শমসের আলী একজন রূপসজ্জাকার। তিনি ঢালিউডের প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ রূপসজ্জাকার হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘এ দেশ তোমার আমার’, ‘আসিয়া’, ‘রাজধানীর বুকে’, ‘কখনো আসেনি’, ‘সুতরাং’ প্রভৃতি চলচ্চিত্রে কাজ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শমসের আলী
ডাকনাম শ্যাম বাবু

অন্যান্য ব্যক্তি