জাহিদ হাসান টিভি অভিনেতা হিসেবে সুপরিচিত হলেও তিনি অভিনয়ে আসেন মঞ্চে অভিনয় থেকে। ছোট বেলা থেকেই নাটকের প্রতি ঝোক ছিল, তাই স্কুলে থাকতেই সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্যদল’ এ যোগ দেন। সাত পুরুষের ঋণ নাটকে তিনি নিয়মিত অভিনয় করেন সেসময়। ১৯৮৪ সালের ১০ অগাস্ট বিটিভিতে এই নাটকটি প্রচারিত হয় এবং জাহিদ হাসান প্রথমবার ছোট পর্দায় উপস্থিত হন।
১৯৮৯ সালে তিনি বিটিভির অডিশনে উত্তীর্ণ হন এবং ১৯৯০ সালে তার অভিনীত প্রথম টিভি নাটক ‘জীবন যেমন’ প্রচারিত হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার ছবি ‘বলবান’ এ অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
জাহিদ হাসানের স্ত্রী প্রতিষ্ঠিত মডেলকন্যা মৌ। তাদের দুটি সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।