খলিলুর রহমান একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রূপসজ্জাকার। তিনি ‘বীরপুরুষ’, ‘ভন্ড’, ‘বাঘের থাবা’, ‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘আমার আছে জল’, ‘চেহারা’, ‘প্রহেলিকা’ প্রভৃতি ছবির রূপসজ্জার দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | খলিলুর রহমান |
কর্মপরিধি
- প্রহেলিকা (২০২৩)
- লিডার (২০১৮)
- কার্তুজ (২০১৫)
- লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪)
- হঠাৎ সেদিন (২০১২)
- ভালোবাসার রঙ (২০১২)
- সে আমার মন কেড়েছে (২০১২)
- দ্যা স্পিড (২০১২)
- ঘেটুপুত্র কমলা (২০১২)
- মাটির ঠিকানা (২০১১)
- চেহারা (২০১০)
- নিঝুম অরণ্যে (২০১০)
- গঙ্গাযাত্রা (২০০৯)
- মায়ের স্বপ্ন (২০০৮)
- বাবা আমার বাবা (২০০৮)
- আমার আছে জল (২০০৮)
- তুই যদি আমার হইতিরে (২০০৭)
- বৃষ্টি ভেজা আকাশ (২০০৭)
- রক্ত পিপাসা (২০০৭)
- দারুচিনি দ্বীপ (২০০৭)
- মমতাজ (২০০৫)
- শ্যামল ছায়া (২০০৪)
- ভন্ড ওঝা (২০০২)
- বাঘের থাবা (১৯৯৯)
- গরীবের সম্মান (১৯৯৮)
- অগ্নিসাক্ষী (১৯৯৮)
- ভন্ড (১৯৯৮)
- চিরশত্রু (১৯৯৭)
- পালাবি কোথায় (১৯৯৭)
- পলাতক আসামী (১৯৯৬)
- বিদ্রোহী কন্যা (১৯৯৬)
- স্বজন (১৯৯৬)
- বিশ্বপ্রেমিক (১৯৯৫)
- অগ্নি সন্তান (১৯৯৫)
- কমান্ডার (১৯৯৪)
- কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)
- বীর পুরুষ (১৯৮৮)
পুরষ্কার
পুরষ্কার | বছর | ফলাফল | বিভাগ/গ্রহীতা | চলচ্চিত্র |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০১২ | মনোনীত | শ্রেষ্ঠ রূপসজ্জা | ঘেটুপুত্র কমলা |