আহমেদ রুবেল

মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। পরবর্তীতে তিনি অভিনয় করেছেন- ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘শ্যামল ছায়া’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘অলাতচক্র’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘দেশান্তর’, ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রে।

ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক ‘স্বপ্নযাত্রা’। ২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো—‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’। এছাড়া ‘বনপাংশুল’, ‘যৈবতী কন্যার মন’, ‘হাতহদাই’, ‘মার্চেন্ট অব ভেনিস’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি।

রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আহমেদ রুবেল ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী তারানা হালিমকে। কিন্তু তাদের সংসার বেশীদিন টিকেনি। এরপর তিনি মনোয়ারা বেগমকে বিয়ে করেন। এই দম্পতির কোনো সন্তান নেই।

৭ ফেব্রুয়ারি তার অভিনীত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা আহমেদ রুবেল। বেলা ৫টা ৫৮ মিনিটে আহমেদ রুবেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আহমেদ রাজিব রুবেল
ডাকনাম রুবেল
মৃত্যু তারিখ ফেব্রুয়ারি ৭, ২০২৪

কর্মপরিধি