রাশেদ আলম রানা একজন চলচ্চিত্র পরিচালক। তিনি সহকারী পরিচালক হিসেবে ‘আমার অন্তরে তুমি’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ও ‘পাল্টা হামলা’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘জানোয়ার’, ‘১০ নম্বর মহা বিপদ সংকেত’ ও ‘আইনের হাতে গেফতার’ ছবি পরিচালনা করেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | রাশেদ আলম রানা |
কর্মপরিধি
- ১০ নম্বর মহাবিপদ সংকেত (চিত্রনাট্য)
- জানোয়ার (চিত্রনাট্য)
- আইনের হাতে গ্রেফতার (চিত্রনাট্য, সংলাপ)