এম এ বোখারী একজন চিত্রগ্রাহক। তিনি ‘ডন’, ‘অগ্নি সন্তান’, ‘শান্তি চাই’ প্রভৃতি চলচ্চিত্রের প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলো হল ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’, ‘মরণ কামড়’, ‘দেখাও গুরু’, ‘ষ্টেশনের রংবাজ’, ‘দুর্ধর্ষ দুর্জয়’ প্রভৃতি।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মোহাম্মদ আতাউল্লাহ বোখারী |
ডাকনাম | বোখারী |
কর্মপরিধি
- চারিদিকে অন্ধকার (২০০৭)
- দুর্ধর্ষ দুর্জয় (২০০৭)
- ষ্টেশনের রংবাজ (২০০৭)
- দেখাও গুরু (২০০৭)
- ডাল ভাত (২০০৬)
- দজ্জাল শ্বাশুড়ী (২০০৬)
- বাদশা গুন্ডা (২০০৬)
- জবাব দে (২০০৬)
- মিশন শান্তিপুর (২০০৫)
- অশান্ত বাদশা (২০০৫)
- চেনা-জানা শত্রু (২০০৫)
- প্রতিহিংসার বারুদ (২০০৪)
- আন্ডারওয়ার্ল্ড (২০০৩)
- জ্বলন্ত বিস্ফোরণ (২০০৩)
- ঠেকাও মাস্তান (২০০১)
- হীরা চুনি পান্না (২০০০)
- আজকের দাপট (১৯৯৯)
- মরণ কামড় (১৯৯৯)
- রাজা (১৯৯৯)
- এই ঘর এই সংসার (১৯৯৬)