শাহ আলম সরকার একজন গীতিকার ও সুরকার। তিনি ওস্তাদ আবুল সরকারের কাছে সঙ্গীতে তালিম নেন। তার গীত রচনায় উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘চার সতীনের ঘর’, ‘মোল্লা বাড়ীর বউ’, ‘মমতাজ’, ‘বিন্দুর ছেলে’,’দজ্জাল শাশুড়ি’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘সাজঘর’, ‘ডাক্তার বাড়ি’, রিকশাওয়ালার প্রেম’, ‘পোড়ামন ২’, ‘গলুই’ প্রভৃতি।
তার রচিত উল্লেখযোগ্য গান হল “বান্ধিলাম পীরিতের ঘর”, “খড় কুটার এক বাসা বাধলাম”, “ফাইট্টা যায়”, “পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি” প্রভৃতি।
তার প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে ‘মুনিরের ফাঁসি’, ‘মা বাবার দোয়া’, ‘নবীর প্রেম’, ‘খাজা বাবার জীবনী’, ‘খাজার বাংলা কাওয়ালী’, ‘গান কেন জায়েজ’, ‘কবরের আজাব’, ‘বাংলার নারী’ প্রভৃতি।
তার জন্ম ১৯৬৫ সালের ১ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাঁও গ্রামে।