বশির আহমেদ

বাংলা সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র শিল্পী বশির আহমেদ। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘যারে যাবি যদি যা/ পিঞ্জর খুলে দিয়েছি’, ‘ডেকো না আমাকে তুমি/ কাছে ডেকো না’।

বশির আহমেদের জন্ম ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে। তিনি দিল্লির সওদাগর পরিবারের সন্তান। তাঁর বাবার নাম নাসির আহমেদ। ষাটের দশকের শুরুতে তিনি সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন তিনি। ওই সময়ই শিল্পী হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। তাঁর কণ্ঠ ছিল মাধুর্যে ভরা। রাগসংগীতেও দখল ছিল তাঁর। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম নেন তিনি।

বশির আহমেদের স্ত্রী মীনা বশির, ছেলে রাজা বশির ও মেয়ে হুমায়রা বশির সংগীতের সঙ্গে যুক্ত। তিনি ২০১৪ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামবশির আহমেদ
জন্ম তারিখনভেম্বর ১৯, ১৯৩৯
মৃত্যু তারিখএপ্রিল ১৯, ২০১৪
জন্মস্থানখিদিরপুর, কলকাতা, ভারত।