আজাদী হাসানাত ফিরোজ

আজাদী হাসানাত ফিরোজ একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক দারাশিকো ও জহিরুল হকের সহকারী হিসেবে চলচ্চিত্রে আসেন। এরপর সিদ্দিক জামাল নান্টুর সহকারী হিসেবে ‘রক্ত নিশান‘ এবং মতিন রহমানের সহকারী হিসেবে ‘চাঁদ কুমারী চাষার ছেলে‘ ও ‘আগুন জ্বলে‘ ছবিতে কাজ করেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কাজের মেয়ে’। এরপর তিনি ‘বউ শাশুড়ীর যুদ্ধ’, ‘ফুলের মত বউ’, ‘রঙিন রসের বাইদানী’, ‘ঘরের লক্ষ্মী’, ‘গ্রাম গঞ্জের পিরিতি’, ‘স্বামী নিয়ে যুদ্ধ’, ‘তুমি আমার মনের মানুষ’ চলচ্চিত্র নির্মাণ করেন।

তার জন্ম ১৯৬৬ সালের ১ নভেম্বর পাবনার হাঙরাগাড়িতে। তার শিক্ষাগত যোগ্যতা আইএ।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আজাদী হাসানাত ফিরোজ
জন্ম তারিখ নভেম্বর ১, ১৯৬৬
জন্মস্থান হাঙড়াগাড়ি, পাবনা