তপন আহমেদ একজন চিত্রগ্রাহক। তিনি চিত্রগ্রাহক আবু হেনা বাবলুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘রক্ত নিশান‘ ও ‘জীবন দিয়ে ভালবাসি‘ ছবিতে বাবলুর প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন।
চিত্রগ্রাহক হিসেবে তার উল্লেখযোগ্য কাজ হল ‘সেই তুমি অনামিকা’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘অনেক সাধনার পরে’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’।