খাজা আহম্মেদ একজন সহকারী পরিচালক। তিনি দেওয়ান নজরুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। ‘রাজা গুন্ডা’, ‘বাংলার নায়ক’ ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘গরীবের ওস্তাদ’, ‘কোটি টাকার ফকির’ ও ‘মন দিয়েছি তোমাকে’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | খাজা আহম্মেদ |