পুলক বন্দ্যোপাধ্যায়

‘ক ফোঁটা চোখের জল’, ‘তুমি নিজের মুখে বললে যেদিন’, ‘পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘বহু দূর থেকে এ কথা’, ‘ভালোবাসা ছাড়া আর আছে কী’, ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’, ‘আমার বলার কিছু ছিল না’, ‘নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা’, ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’, ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব’, ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’,‘সে আমার ছোট বোন’ এমন বহু জনপ্রিয় বাংলা গানের গীতিকবি পুলক বন্দ্যোপাধ্যায়।

১৯৩১ সালের ২ মে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়াতে তাঁর জন্ম। বাবা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, অভিনয়ও করতেন। বাবার শিল্পীজীবনের সূত্রে পুলকদের বাড়িতে অনেক শিল্পীর যাওয়া-আসা ছিল। অভিনেতা, গায়ক, সুরকারদের আড্ডা জমত তাঁদের বাড়িতে। এসবের ভেতরে বেড়ে ওঠা পুলকের মধ্যে সৃষ্টিশীল নানা কাজের প্রতি আগ্রহ জন্মায়। স্কুল ও বাড়িতে গান, নাটক, আবৃত্তির অনুষ্ঠানে পুলক সক্রিয় ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর গান লেখার প্রতি ঝোঁক ছিল।

শেষ জীবনে পুলক ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার কাছের বন্ধুদের থেকেই জানা যায়, শেষের দিকে আর লিখতে পারতেন না পুলক। বেঁচে থাকার ইচ্ছাই হয়তো শেষ হয়ে আসছিল। ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সূত্র: আনন্দবাজার, প্রথম আলো।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম পুলক বন্দ্যোপাধ্যায়
জন্ম তারিখ মে ২, ১৯৩১
মৃত্যু তারিখ সেপ্টেম্বর ৭, ১৯৯৯
জন্মস্থান সালকিয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ