একা

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা একা ‘রঙিন রাখাল রাজা’ ছবির মাধ্যমে ঢালিউডে আগমন করেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধর’ ও ‘তেজি’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। একা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’।

দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনও আছি।’

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহিদা আরবি সিমন