শফিকুল ইসলাম একজন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও লেখক। তিনি বন্ধন বানীচিত্রের কর্ণধার। তার প্রযোজিত ছবিগুলো হল ‘স্বপ্নের বাসর; (২০০১) , ‘বিয়ের প্রস্তাব’ (২০০৮), ‘আমার জান আমার প্রাণ’ (২০০৮), ‘বলো না কবুল’ (২০০৯), ‘পরাণ যায় জ্বলিয়া রে’ (২০১০)। এছাড়া তিনি ‘স্বপ্নের বাসর’ ও ‘বিয়ের প্রস্তাব’ ছবির কাহিনি রচনা করেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মোঃ শফিকুল ইসলাম |
কর্মপরিধি
- ঘরে দুশমন (কাহিনী)
- বিয়ের প্রস্তাব (কাহিনী)
- স্বপ্নের বাসর (কাহিনী)