তন্ময় তানসেন

তন্ময় তানসেনের প্রথম পরিচয় তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ভাইকিংস এর ভোকাল। নিজস্ব সুর আর গায়কীর কারণে ভাইকিংস দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছিল। পরবর্তীতে ব্যান্ডের কার্যক্রম স্তিমিত হয়ে আসলে তন্ময় তানসেন নির্মানে মনযোগ দেন। ছোটপর্দায় নির্মানে হাত পাকিয়ে তিনি চলচ্চিত্র নির্মান শুরু করেন। পদ্ম পাতার জল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।

১৯৯৯ সালে তন্ময় তানসেন, সেতু, সায়মন, জনি ও বাবু মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘ভাইকিংস’। ২০০০ সালে প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম ‘জীবনের কোলাহল’। সর্বশেষ ২০০২ সালে আসে ‘দিন যতো দুঃখ ততো’। এরপর সবাই যাঁর যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়ায় ‘ভাইকিংস’ও থেমে যায়। পরবর্তীতে আবারও ২০১৩ সালে রান আউট চলচ্চিত্র নির্মানের মধ্যে দিয়ে দুর্দান্তভাবে ফিরে আসে ভাইকিংস ।

ভাইকিংসের কাজকর্ম কমে যাওয়ার পর তন্ময় নাট্যনির্মান শুরু করেন। তিনি বেশ কিছু একঘন্টার নাটক এবং গুলশান এভিনিউ, অগ্নিপথ প্রভৃতি শিরোনামের মেগাসিরিয়াল এবং টেলিফিল্ম নির্মান করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
জয়ীশ্রেষ্ঠ চলচ্চিত্র পদ্ম পাতার জল