রতন খতিব একজন ব্যবস্থাপক। তিনি ‘স্বপ্নের বাসর’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘বলো না কবুল’, ‘মোস্ট ওয়েলকাম’ প্রভৃতি ছবিতে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- দ্যা স্পিড (২০১২)
- মোস্ট ওয়েলকাম (২০১২)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)
- বলো না কবুল (২০০৯)
- পৃথিবী টাকার গোলাম (২০০৯)
- আমার জান আমার প্রাণ (২০০৮)
- যদি বউ সাজো গো (২০০৮)
- শত্রু শত্রু খেলা (২০০৭)
- বিদ্রোহী সালাউদ্দিন (২০০৪)
- সুন্দরী বধূ (২০০২)
- স্ত্রীর মর্যাদা (২০০২)
- স্বপ্নের বাসর (২০০১)