মাহমুদ সাজ্জাদ (Mahmud Sazzad) চলচ্চিত্রে আগমন করেন ‘সংসার’ (১৯৬৮) চলচ্চিত্রে অভিনয় দিয়ে। পরবর্তীতে সাজ্জাদ আরো বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন। বড়পর্দার বাইরে মঞ্চ এবং টিভিতেই তিনি বেশি ব্যস্ত ছিলেন। সাজ্জাদ কাজ করেছেন খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’সহ আরো বেশকিছু চলচ্চিত্রে।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মাহমুদ সাজ্জাদ |
ডাকনাম | সাজ্জাদ |
জন্ম তারিখ | মে ৩, ১৯৪৭ |
কর্মপরিধি
- কন্ট্রাক্ট (২০২১) - ইফতেখার হক চৌধুরী Web Series
- হরিজন (২০১৪)
- এক মন এক প্রাণ (২০১২)
- স্বামী স্ত্রীর ওয়াদা (২০০৯)
- কুখ্যাত জরিনা (২০০৪)
- প্রেমিক ডাকাত (২০০০) - পুলিশ অফিসার
- পলাতক আসামী (১৯৯৬) - জজ আরিফ চৌধুরী
- বিদ্রোহী কন্যা (১৯৯৬)
- মীরজাফর (১৯৯৪) - আজাদ
- আখেরী রাস্তা (১৯৯৪)
- চোখের জলে (১৯৭৪)
- আপন পর (১৯৭০)
- মুক্তি (১৯৬৯)
- সংসার (১৯৬৮) - সাজ্জাদ