আবু সাঈদ খান একাধারে একজন কাহিনীকার, প্রযোজক, পরিচালক এবং অভিনেতা। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের সহযোগিতায় তিনি চলচ্চিত্রে কাহিনীকার হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং চলচ্চিত্র নির্মানেও এগিয়ে আসেন।
১৯৮৩ সালে এইচ আকবর পরিচালিত হাসু আমার হাসু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবে আবু সাঈদ খান তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। এরপর তিনি সাড়ে তিনশ’রও বেশি ছবির কাহিনী রচনা করেন।
পরিচালক হিসেবে আবু সাঈদ খানের প্রথম সিনেমা ‘দুজন দুজনার’। এরপর তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘মায়ের দোয়া চলচ্চিত্র’ থেকে নির্মাণ করেন ‘ওরা সাহসী’, ‘সাগরের গর্জন’ ও ‘শ্রমিক নেতা’। মাঝে বেশ কিছু সময় চলচ্চিত্রের গল্প লেখা থেকে বিরত থাকলেও আবারো তিনি চলচ্চিত্রের গল্প রচনার ক্ষেত্রে নিয়মিত হয়ে উঠেছেন।
আবু সাঈদ খান তার লেখনীর কারণে একাধিকবার স্বীকৃতি পেয়েছেন। তিনি জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন। তিনি ইউনিসেফের সাবেক কর্মকর্তা।
আবু সাঈদ খান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি সমাজ কল্যাণ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।