মুকিত জাকারিয়া (Mukit Zakaria) টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে অভিনয়ে আসেন। বিজ্ঞাপন মিডিয়ায় তাকে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মুকিত জাকারিয়া।
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন মুকিত। গান-বাজনা করতেন, চেয়েছিলেন সবসময়ই সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকবেন। চট্টগ্রামে রুটস ব্যান্ডের সদস্য ছিলেন। কিন্তু কাছের মানুষদের অবহেলা গঞ্জনা তার মধ্যে অভিমানের জন্ম দেয় এবং এই অভিমান থেকেই তিনি মিডিয়ায় আসেন।
তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাঝে বাংলালিংক মিসকল মফিজের গল্প, কনফিডেন্স লবন, সিটিসেল বড় নাম, ফ্রেসজেল, সিটিসেল মিউজিক বক্স, র্যাংগসটেল ফোন ইত্যাদি অন্যতম।
বিজ্ঞাপনে অভিনয় করতে গিয়ে সঞ্চিত নানা রকম অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার পরিকল্পনা রয়েছে মুকিত জাকারিয়ার। ব্যক্তিগত জীবনে বিবাহিত মুকিত জাকারিয়ার স্ত্রী মেরী দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডের ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।