অমৃতা খান

গেইম চলচ্চিত্র দিয়ে বাংলা চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ অমৃতা খানের (Amrita Khan)। কোন ছবি মুক্তির আগেই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌছুনো অল্প কিছু চিত্রনায়িকার মধ্যে অমৃতা খান অন্যতম।

অমৃতার প্রথম ছবি গেইম হলেও ছবি মুক্তির আগেই তিনি সালমান শাহ-মৌসুমী অভিনীত বিখ্যাত চলচ্চিত্র অন্তরে অন্তরে’র রিমেকে ঝিনুক চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। তবে আরও বেশী আলোচিত হন ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক পি এ কাজল কর্তৃক তাকে দেয়া অশ্লীল প্রস্তাব এবং এ সম্পর্কিত কথোপকথন মিডিয়ায় প্রকাশ করে দিয়ে। অমৃতার করা এ অভিযোগের ভিত্তিতেই পি এ কাজলের সদস্যপদ স্থগিত করে পরিচালক সমিতি।

অমৃতা খান নৃত্য দিয়ে মিডিয়ায় পদার্পণ করেন। মাত্র ৩ বছর বয়সেই মঞ্চে নাচে অংশ নিয়েছিলেন অমৃতা। তবে তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন। ২০০২ সাল থেকে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। প্রথম বিজ্ঞাপন আফজাল হোসেন নির্মিত ‘অ্যারামিট স্যান্ডেল’। এ পর্যন্ত তিনি প্রায় ডজনখানেক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রাণ মি. নুডলস, চন্দন হেয়ার রিমুভার, চন্দন ক্রিম,  স্পেলিং বি, পাওয়ার ভয়েস, ব্ল্যাক টাইগার, নাইমা গ্র্যান্ড প্যালেস প্রভৃতি।

বাবা তাহের খান ইউএনডিপিতে কাজ করেন। মা দিলারা ইসলাম ব্যবসায়ী। পরিবারে অনেকটা আদরের কন্যা তিনি। দুই-ভাইবোনের মধ্যে অমৃতা ছোট।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম অমৃতা খান
ডাকনাম অমৃতা
জন্ম তারিখ ডিসেম্বর ২৪, ১৯৯৭
জন্মস্থান যশোর।