রোমানা

এক টাকার বউ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন রোমানার। তবে তিনি মঞ্চ ও টিভিতে বেশী জনপ্রিয় ছিলেন।

রোমানা প্রথম বিয়ে করেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে। আনজামের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন সাজ্জাদ নামের ঢাকার এক ব্যবসায়ীকে। কিন্তু ধীরে ধীরে রোমানা-সাজ্জাদের দাম্পত্যজীবনে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এর পরপরই রোমানা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যান। সেখানে যাওয়ার পর ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে তাঁর পরিচয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৭ আগস্ট ২০১৫ তারিভে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

রোমানা পড়াশোনা করেছেন লালমাটিয়া মহিলা কলেজে সমাজ বিজ্ঞানে বিএ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম তাসলিমা মোস্তাক খান
ডাকনাম রোমানা
জন্ম তারিখ ডিসেম্বর ১০, ১৯৮২

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ভালবাসলেই ঘর বাঁধা যায় না