এফ এ সুমন

ফারুক আহমেদ সুমন সঙ্গীত জগতে এফ এ সুমন নামে অধিক পরিচিত। তিনি একজন সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী। তিনি ‘পাগল তোর জন্য রে’ ও ‘নাইওর’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। এছাড়া তিনি ‘পাগল তোর জন্য রে’ ও ‘ইন্দুবালা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও এফ এ সুমনের উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হচ্ছে- ভিতর কান্দে, জানরে তুই, যাদুরে যাদুরে, তোর লাগিরে, পরাণের পরাণ, ঘুমপাড়ানী বন্ধু, পাগলীরে, দরদিয়া, বধূয়া, রঙিলারে প্রভৃতি।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে উপলক্ষে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে সুমনের অ্যালবাম ‘রঙ্গিলা রে’ প্রকাশ হয়। এই অ্যালবামে সর্বমোট ৮ টি গান স্থান পেয়েছে। এর মধ্যে সাতটি গানই দ্বৈত। দ্বৈত গানগুলোতে সুমনের সাথে কণ্ঠ দিয়েছেন নির্ঝর, অরিন, নদী, শাকিলা, শিল্পী বিশ্বাস, তনুকা। এফ এ সুমনের সঙ্গীতায়োজনে এ অ্যালবামটির সবগুলো গানই লিখেছেন তরিকুল ইসলাম। ২০১৮ সালে তার গাওয়া ‘তোর হৃদয়ের ঝুলবারান্দায়’ গান প্রকাশিত হয়। গানটির সুরারোপ করেছেন  সুরকার প্লাবন কোরেশী, সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ, গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ।

২০২২ সালে তিনি হাবিব মোস্তফা’র কথা ও সুরে তিনটি গানে কণ্ঠ দেন। ‘মনবাসরে আছো সখি’, ও ‘শ্যামের বাঁশি’ শিরোনামের গানদুটি মডার্ন ফোক ধাঁচের, ‘নবি কামলিয়ালা’ শিরোনামের অপর গানটি ইসলামিক ঘরানার। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ ও এফ এ সুমন। একই বছর প্রকাশ হয় এফ এ সুমনের গানচিত্র ‘জানি না কীভাবে’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। সৈকত রেজার নির্মাণে গানচিত্রে মডেল হলেন আদর আহমেদ ও শাকিলা পারভিন।

 

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ফারুক আহমেদ সুমন
ডাকনাম সুমন
জন্ম তারিখ মে ১৯, ১৯৭৯