বাবর

বাবর ১৯৭০-৮০’র দশকের  খলনায়কদের মধ্যে অন্যতম। খল চরিত্রে অভিনয় করলেও বাবর প্রথম অভিনয় করেন নায়ক চরিত্রে। বাবরের অভিষেক ঘটেছিল আমজাদ হোসেনে অ-মুক্তিপ্রাপ্ত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করে। খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অবশ্য মাঝে প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাগী’, ‘দাদাভাই’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি।
খলিলুর রহমান বাবরের জন্ম ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায়। তার স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমান। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন। নানা অসুস্থতার কারণে তিনি অভিনয় থেকে পুরোপুরিই বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও ফুসফুসের সমস্যায় ভুগে ২০১৯ সালের ২৬ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম খলিলুর রহমান বাবর
ডাকনাম বাবর
জন্ম তারিখ ফেব্রুয়ারি ৩, ১৯৫২
মৃত্যু তারিখ আগস্ট ২৬, ২০১৯
জন্মস্থান গেন্ডারিয়া, ঢাকা।