মোস্তফা আনোয়ার একজন চলচ্চিত্র পরিচালক। তিনি জহির রায়হানের সহকারী হিসেবে চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। ‘টাকা আনা পাই‘ (১৯৭০) ছবিতে বাবুল চৌধুরীর সহকারী হিসেবে কাজ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ফেরারী’। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলো হল ‘কাজল লতা’, ‘আঁখি মিলন’, ‘পুষ্প মালা’, ‘সমর্পণ’, ‘আশ্রয়’, ‘অবুঝ হ্দয়’, ‘আপন ঘর’, ‘কাশেম মালার প্রেম’, ‘নাগিনী সাপিনী’, ‘অন্ধ প্রেম’, ‘বাংলার মা’, ‘ফাঁসি’, ‘কান্দ কেন মন’, ‘মায়ের কসম’, ‘হৃদয় নিয়ে যুদ্ধ’।
মোস্তফা আনোয়ারের জন্ম ১৯৪১ মালের ১৯ নভেম্বর জামালপুরে। তিনি উচ্চমাধ্যমিক পাস করেই পাকিস্তান সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেন।