মুহাম্মদ ইকবাল

মহাকবি আল্লামা মুহাম্মদ ইকবাল একাধারে একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ ও মনীষী। আধুনিক বিশ্বে ইসলামের মর্মবাণীর সার্থক ব্যাখ্যাদাতা হিসেবে তাকে বিবেচনা করা হয়। সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান, ধর্ম, শিল্পবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তার রয়েছে অবদান। তাঁর ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ ছিলেন; তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী নামে পরিচিত।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামমুহাম্মদ ইকবাল
জন্ম তারিখনভেম্বর ৯, ১৮৭৭
মৃত্যু তারিখএপ্রিল ২১, ১৯৩৮
জন্মস্থানশিয়ালকোট, পাঞ্জাব, ভারত।