এম এ কাইয়ূম

এম এ কাইয়ূম একজন চিত্রগ্রাহক। চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচিত্র ‘চমৎকার’। এরপর তিনি ‘দোলনচাঁপা’, ‘দুরন্ত প্রেমিক’, ‘হারানো মানিক’, ‘বিয়ের লগন’, ‘নিষ্পাপ সন্তান’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘সাহসী সন্তান’, ‘ডাইরেক্ট অ্যাকশন’, ‘ওস্তাদের ওস্তাদ’, ‘কঠিন প্রেম’, ‘মুসা ভাই’, ‘কাবিননামা’, ‘দস্যু’, ‘মার্ডার’, ‘ডাকুরানী’, ‘কুলির সর্দার’, ‘আজকের তাজা খবর’, ‘স্বপ্ন’ প্রভৃতি ছবির চিত্রগ্রহণ করেছেন।

তার জন্ম ১৯৬০ সালের ১ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রাম। তার শিক্ষাগত যোগ্যতা আইএ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম এম এ কাইয়ূম
জন্ম তারিখ সেপ্টেম্বর ১, ১৯৬০
জন্মস্থান জাঙ্গালিয়া, কালীগঞ্জ, গাজীপুর

কর্মপরিধি