হারুনর রশীদ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর অন্যতম চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’-এর পরিচালক হারুনর রশীদ। ১৯৬৩ সালে পরিচালক সালাউদ্দিনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বশীর হোসেন, জহির রায়হানের সহকারী পরিচালক ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কাঞ্চনমালা’ ও ‘রূপবান’ ছবিতে হিসেবে কাজ করেছেন। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলো হল ‘আমরা তোমাদের ভুলব না’, ‘গৌরব’, ‘রঙিন গুনাই বিবি’, ‘ধনবান’ ও ‘অসতী’।

হারুনর রশীদ ১৯৪০ সালের ১৫ মার্চ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার মেয়ে রোমানা রশীদ।

তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি ২৭ দিন অসুস্থ ছিলেন। ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরের দিন শুক্রবার বাদ জুমা বাড্ডা লিংক রোডের বাড়ির সামনের মসজিদে হারুনর রশীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরে সমাহিত করা হয়েছে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম হারুনর রশীদ
জন্ম তারিখ মার্চ ১৫, ১৯৪০
মৃত্যু তারিখ ফেব্রুয়ারি ১, ২০২৪
জন্মস্থান কুষ্টিয়া

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পরিচালক মেঘের অনেক রং
জয়ী বিশেষ পুরস্কার মেঘের অনেক রং