ইফতেখারুল আলম

প্রযোজক, পরিবেশক এবং প্রদর্শক হিসেবে বাংলাদেশী চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তিতুল্য ব্যক্তি ইফতেখারুল আলম। তিনি স্বাধীনতার পূর্বে দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান স্টার ফিল্ম কর্পোরেশনের স্বত্বাধিকারী ছিলেন।

১৯৫০ সালে তিনি স্টার ফিল্ম কর্পোরেশন প্রতিষ্ঠা করেন ও চলচ্চিত্র পরিবেশনা শুরু করেন। তার এই প্রতিষ্ঠান থেকে জহির রায়হান ১৯৬৪ সালে নির্মাণ করেন পাকিস্তানের প্রথম সম্পূর্ণ রঙিন ছবি ‘সঙ্গম’ এবং ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটিকে নিয়ে লোককাহিনী নির্ভর ছবি ‘বেহুলা‘ ও নজিবর রহমানের উপন্যাস অবলম্বনে ‘আনোয়ারা‘। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজনাও করেছিলেন তিনি।

ইফতেখারুল আলম ঢাকার বিখ্যাত ‘স্টার’, ‘মুন’, ‘রূপমহল’, ‘রাজমহল’, ‘আজাদ’ ছাড়াও ঢাকার বাইরে বেশ কয়েকটি সিনেমা হলের স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া তিনি ১৯৭৯ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের আজীবন সদস্য, এবং রোটারি ক্লাব অব ঢাকার পিডিজি ছিলেন।

ইফতেখারুল আলমের জন্ম ১৯২৭ সালের ১৩ অক্টোবর। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগে এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৮ সালের ৬ জানুয়ারি ৯১ বছর বয়সে মারা যান।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামইফতেখারুল আলম
ডাকনামকিসলু
জন্ম তারিখঅক্টোবর ১৩, ১৯২৭
মৃত্যু তারিখজানুয়ারি ৬, ২০১৯