মহম্মদ হান্‌নান

মহম্মদ হান্‌নান (Mohammad Hannan) একজন চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি টিভি নাটকও পরিচালনা করেছেন।

বেবী ইসলামের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার কর্ম জীবন শুরু হয়। ১৯৮৫ সালে ‘রাই বিনোদিনী’ চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়। তার পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘মালা বদল’, ‘মাইয়ার নাম ময়না’ , ‘অবরোধ’, ‘বিচ্ছেদ’, ‘বিক্ষোভ’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘সাবধান’, ‘খবরদার’, ‘দলপতি’, ‘পড়েনা চোখের পলক’। ‘সাহসী মানুষ চাই’, ‘নয়ন ভরা জল’, ‘জীবন এক সংঘর্ষ’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘টিপটিপ বৃষ্টি’ ইত্যাদি। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘শিখন্ডি কথা’।

তিনি ১৯৯২ থেকে ১৯৯৩ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক, ১৯৯৩-১৯৯৫, ১৯৯৭-১৯৯৯, ১৯৯৯-২০০১ পর্যন্ত মহাসচিব এবং ২০১১ থেকে ২০১২ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

হান্‌নানের জন্ম ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর বরিশালের কড়াপুরে। ২০১৪ সালের ২১ জানুয়ারী মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দুপুর সাড়ে ১২টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। বরিশালের কড়াপুরে তাকে দাফন করা হয়।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মহম্মদ হাননান
জন্ম তারিখ ডিসেম্বর ১৪, ১৯৪৯
মৃত্যু তারিখ জানুয়ারি ২১, ২০১৪
জন্মস্থান কড়াপুর, বরিশাল।

কর্মপরিধি