তমা

তমা (Toma) মিডিয়ায় আসেন তার চাচা মীর সাব্বিরের হাত ধরে। প্রথমে ফজলুর রহমানের ‘প্রজাপতি মন’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তমা। পরে  মীর সাব্বিরের ‘মকবুল’ ধারাবাহিক এবং ‘আলাল ও দুলাল’, ‘কাঁচা গাব পাকা গাব’, সকাল আহমেদের ‘চৌমহল’, অরুণ চৌধুরীর ‘ট্যুরিস্ট’, ‘মাসুদ মহিউদ্দিনের ‘এয়ারকম’ অরণ্য আনোয়ারের ‘পারাপার’, দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘হাওয়াই মিঠাই’ নাটকে কাজ করেন।

২০১২ সালে রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তমা।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহলা ইসলাম তমা
ডাকনাম তমা