তমিজ উদ্দিন রিজভী

তমিজ উদ্দিন রিজভী (Tamij Uddin Risvi) বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা। ষাটের দশকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন রিজভী। ১৯৭৯ সালে ‘ছোট মা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রিজভী।

তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল আশীর্বাদ, জিদ্দি, জেলের মেয়ে, বিরোধ, আশা ভালোবাসা, জবাবদিহি প্রভৃতি। এ সব ছবিতে ফারুক, কবরী, শাবানা, জসিম ও সালমান শাহ’র মতো তারকারা অভিনয় করেন। এছাড়া টেলিভিশনের জন্য নাটক নির্মাণ করেছেন তিনি।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জবাবদিহি’র পর রিজভী আর কোন চলচ্চিত্র নির্মান করেন নি।

তমিজ উদ্দিন রিজভী ১৯৪৭ সালের ১৪ আগস্ট নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম নিজাম আলী এবং মাতা মহিতুন নেছা। পিতামাতার জেষ্ঠ্য সন্তান রিজভী। পারিবারিক জীবনে রিজভী এক কন্যা এবং তিন পুত্র সন্তানের জনক। তিনি ২০২২ সালের ২৫ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামতমিজ উদ্দীন রিজভী
জন্ম তারিখআগস্ট ১৪, ১৯৪৭
মৃত্যু তারিখএপ্রিল ২৫, ২০২২
জন্মস্থাননারায়ণগঞ্জ।