জানভী

ছোটপর্দায় শুরু করে জানে না এ মন চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আগমন জানভীর (Jaanvi)। তাজু কামরুল পরিচালিত দুটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন জানভী। এগুলো হল ‘তুমি আমি সে’ এবং ‘না বলা ভালোবাসা’। দুটি টেলিফিল্মেই বড় পর্দার নায়ক আমিন খান অভিনয় করেছিলেন এবং দুটিই এসএ টিভিতে প্রচারিত হয়েছিল।

মিডিয়ায় আগমনের পূর্বে জানভী বিমানবালা পেশায় নিয়োজিত ছিলেন। চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যেই জানভী নাচ এবং ফাইটিং এ প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে প্রস্তুত করছেন।

জানভীর পিতা সিরাজুল হক, মা তাসলিমা বেগম। ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহন করা জানভী পড়াশোনা করেছেন মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল আইডিয়াল কলেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার সময়ই জানভী ইউনাইটেড এয়ারলাইন্সে চাকরি নেন একজন এয়ার হোস্টেজ হিসেবে এবং যাত্রীদের প্রশংসা তাকে চিত্রনায়িকা হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে।

জানভীর ফেসবুক প্রোফাইল: Jaanvi Chowdhury

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ফারহানা চৌধুরী জানভী
ডাকনাম জানভী
জন্ম তারিখ সেপ্টেম্বর ১৫, ১৯৯২
জন্মস্থান নবাবগঞ্জ, ঢাকা।

কর্মপরিধি