ইরফান সাজ্জাদ

২০১৩ সালে ফেয়ার হ্যান্ডসাম দি আলটিমেটম্যান প্রতিযোগিতায় বিজ্ঞাপন দেখে নাম লিখিয়েছিলেন ইরফান। কয়েক লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন। তারপরই তার দুনিয়া পাল্টে গেল। ইরফান হয়ে গেলেন মিডিয়ার মানুষ। মডেলিং, টিভি নাটক এবং চলচ্চিত্রের অভিনেতা তিনি।

ইরফানর অভিনয়ের শুরু স্কুলে থাকতেই। চট্টগ্রামের এ এল খান স্কুলে পড়াশোনাকালীন মঞ্চনাটক করতেন। স্কুলের কালচারাল শোতে ‘স্বপ্নীল যুদ্ধ’ নাটকে প্রথমবারের মতো অভিনয়। ফেয়ার হ্যান্ডসামে চ্যাম্পিয়ন হওয়ার পরে মাবরুর রশীদ বান্নার টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশতে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে অভিনয় শুরু। শামীম আহমেদ রনির ‘সব প্রেমের গল্প এক হয় না’, মাহবুব নীলের ‘ফটোগ্রাফার’, মাহফুজ আহমেদের ‘সরীসৃপ’, রায়হান খানের ‘যদি ভালো না লাগে দিও না তো মন-২’-এর মতো দর্শকনন্দিত একক নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি মডেলিংও করেছেন।

মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পন করেন ইরফান সাজ্জাদ। অভিনয় করেছেন তানিয়া আহমেদের গুডমর্ণিং লন্ডন, আলভী আহমেদের ইউটার্নে।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি