সামুরাই মারুফ

জয়া আহসানকে নিয়ে নির্মিতব্য সাই-ফাই চলচ্চিত্র ‘পারলে ঠেকা’র ‘জঙ্গলের ডাক’ গানটি যখন অনলাইনে মুক্তি দেয়া হল তখনই পরিচালক হিসেবে সামুরাই মারুফকে চিনে নিল সারা দেশের মানুষ। পরিচালক হিসেবে চিনলেও বিজ্ঞাপন এবং সিনেমা নির্মাতারা তাকে চিনেন আসল পরিচয়ে – তিনি একজন শিল্প নির্দেশক। শিল্প নির্দেশনায় নিয়মিত কাজের পাশাপাশি প্রথম চলচ্চিত্র নির্মানের প্রস্তুতি নিচ্ছেন সামুরাই মারুফ।

মিডিয়াতে সামুরাই মারুফের প্রথম কাজ বিজ্ঞাপন নির্মাতা ওয়াহিদ তারেকের সাথে যৌথ পরিচালনায় প্রথম অ্যানিমেটেড সিরিজ ‘রম্নকাটু’। ২০০৬ সালে সিরিজটি আরটিভিতে প্রচারিত হয়। এছাড়া তিনি শিল্প নির্দেশক হিসেবে দীর্ঘদিন বিজ্ঞাপন নির্মাতা গোলাম হায়দার কিসলুর সঙ্গে কাজ করেছেন। এছাড়া অন্যান্য বিজ্ঞাপন নির্মাতা গাজী শুভ্র, ওয়াহিদ তারেক, মাহমুদসহ অসংখ্য নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি।

হ্যালো অমিত চলচ্চিত্রের শিল্প নির্দেশনাদানের মাধ্যমে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত হন। পরবর্তীতে তিনি বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেরও শিল্প নির্দেশনার কাজ করছেন।

সামুরাই মারুফ চট্টগ্রামে বেড়ে উঠলেও স্নাতক সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে চট্টগ্রামেই থাকছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মারুফ হোসেন ইবনে সাইদ
ডাকনাম সামুরাই মারুফ
জন্মস্থান চট্টগ্রাম।