ডি এইচ বাদল খান একজন চলচ্চিত্র পরিচালক। তিনি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ঝন্টুর সহকারী হিসেবে ‘সবাইতো ভালোবাসা চায়’ ও ‘সাথী হারা নাগিন’ ছবির সহযোগী পরিচালক।
তিনি ‘নিষ্পাপ বধূ’, ‘প্রেমিক ডাকাত’, ‘অসভ্য মানুষ’ চলচ্চিত্র পরিচালনা করেছেন।