হেলাল খান

হাফিজ উদ্দিন পরিচালিত ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় হেলাল খানের। এরপর ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘জুয়াড়ি’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’সহ অর্ধশতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার প্রযোজিত ছবির মধ্যে বাজিগর, সাগরিকা ও হাছন রাজা অন্যতম। হাছন রাজা চলচ্চিত্রটি ২০০২ সালে সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে পুরস্কার পায়। তবে তিনি পুরস্কার পেয়েছেন একই বছর ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী বিশেষ পুরস্কার সাগরিকা
জয়ী শ্রেষ্ঠ অভিনেতা হাছন রাজা