প্রিয়া আমান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া আমান নাটকের পাশাপাশি একাধিক টিভি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। ‘পাগলামি’ শীর্ষক গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচিত হন প্রিয়া আমান। অভিনয় ও উপস্থাপনায় সফলতা লাভ করার পর তিনি চলচ্চিত্রে পথচলা শুরু করেন  ‘অদৃশ্য শত্রু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে।

মিডিয়ায় প্রিয়া আমানের যাত্রা শুরু হয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা তন্ময় তানসেনের হাত ধরে। প্রিয়া আমানের বান্ধবীর বড় ভাই সূত্রে তার পরিচালিত নাটক ‘অতঃপর প্রেম তারপর ভালোবাসা’-তে অভিনয় করার মাধ্যমে ছোট পর্দায় উপস্থিত হন প্রিয়া আমান।  তার অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য নাটক হল ‘যে কেউ না তার সাথে’, ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, ‘কামিনী’, ‘আড়ালে অন্তরালে’, ‘শার্লক হোমস’, ‘অতঃপর প্রেম, তারপর ভালোবাসা’। টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি প্রিয়া আমান দেশ টিভিতে প্রচারিত ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনেমা এক্সপ্রেস’ অনুষ্ঠানে উপস্থাপনা করেন।

কাজী সলিমউল্লাহর মেয়ে প্রিয়া আমান গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন সাভার কলেজ থেকে। তার জন্মদিন ৩ ডিসেম্বর।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম প্রিয়া আমান
জন্মস্থান ফরিদপুর।