আজগর আলী একজন চিত্রগ্রাহক। তিনি ‘হিংসা প্রতিহিংসা’, ‘টপ ক্রাইম’, ‘বুলেট’, ‘কমিশনার’, ‘উতলা মন’ প্রভৃতি ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি ‘স্ত্রী হত্যা’, ‘মিথ্যা অহংকার’ ছবির প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | আজগর আলী |