২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন নিপুণ। এরপর তার অভিনীত মুক্তি পেয়েছে ‘একজনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি।
ক্রিকেটার হওয়ার শখ ছিল সাইফের, কিন্তু বাবা-মা’র কথা শুনে সে ইচ্ছা ত্যাগ করেন তিনি। কিন্তু অভিনয়ের আগ্রহে যুক্ত হন নাটকের দল নাট্যজনে। শহীদুজ্জামান সেলিম পরিচালিত এই সব অন্ধকার শিরোনামের নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় যুক্ত হন। পরবর্তীতে সিনেমার সহকারী পরিচালক মিজানের হাত ধরে পরিচালক আবু সুফিয়ানের সাথে পরিচয় এবং তার পরিচালিত ছবি বন্ধু মায়া লাগাইছে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং করেন সাইফ। ক্যারিয়ারের শুরুতে ফ্যাশন হাউজ রঙ এর মডেল হয়েছিলেন। পরবর্তীতে তিনি আরএফএল ওয়ারড্রোব, রবি প্রভৃতি বিজ্ঞাপনে কাজ করেন।
সাইফ খানের ফেসবুক প্রোফাইল: Saief Khan