সর্দার নজরুল ইসলাম সজল

সর্দার নজরুল ইসলাম সজল পরিচালক নূর হোসেন বলাইয়ের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি বলাইয়ের ‘মহৎ’ ও ‘ওরা তিনজন’; শরীফ উদ্দিন দিপুর ‘এক লুটেরা’ এবং রাজ্জাকের  ‘আমি বাঁচতে চাই’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সর্দার নজরুল ইসলাম সজল
ডাকনাম সজল