শাকিল খান

আমার ঘর আমার বেহেশত ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পন করেন শাকিল খান।

চলচ্চিত্র অভিনেতা শাকিল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দুরে সরে এসে ব্যবসায়ে মনযোগ দিয়েছেন। ‘রোজ হারবাল’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি, ঢাকার বাংলামোটরে অফিস। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি।

শাকিল খানের জন্মতারিখ ৩ নভেম্বর। চিত্রনায়িকা পপির সাথে প্রেম-বিয়ের গুঞ্জন সবসময়ই মুখরোচক সংবাদ ছিল। কিন্তু শেষ পর্যন্ত এর সত্যতা জানা যায় নি কখনো। তবে চিত্রনায়িকা জনাকে বিয়ে করেছিলেন শাকিল খান, তবে সে বিয়ে দীর্ঘস্থায়ী হয় নি।

ফেসবুকে শাকিল খানের প্রোফাইল: Shakil Khan

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাকিব আহসান
ডাকনাম শাকিল খান
জন্ম তারিখ নভেম্বর ৩, ১৯৭৩
জন্মস্থান পাঁচলাইশ, চট্টগ্রাম।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ অভিনেতা