শখ

শখ (Shokh) বাংলাদেশের শোবিজের একজন মডেল এবং অভিনেত্রী। মডেলিং এর মাধ্যমে শোবিজে এলেও টিভি পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

এমবি মানিক পরিচালিত চলচ্চিত্র ‘বল না তুমি আমার’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শখ। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। শখ অভিনীত চলচ্চিত্র ‘অল্প স্বল্প প্রেমের গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

শখ ছোটবেলা থেকেই নাচ করতেন। টিভিতে প্রথম অভিনয় করেন ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে। নাটকের নাম ‘রাক্ষস’। পরবর্তীতে তাহের সুমন পরিচালিত ‘অদ্ভুতুরে’ নাটকে অভিনয়ের মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন শখ। তবে, দিদারুল আলম বাদল পরিচালিত ‘স্বাক্ষর’ নাটকের মাধ্যমে তিনি টিভি মিডিয়ায় অভিষিক্ত হন বলেও শোনা যায়। এফএনএফ, ফিফটি ফিফটি, দিবারাত্রি খোলা থাকে, ভূতের গলি ইত্যাদি তার অভিনীত আরও কিছু নাটক।

বাংলা লিংক দেশ বিজ্ঞাপন শখকে মডেল হিসেবে বেশী পরিচিত করে তোলে। সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। এছাড়া তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ। এদের মধ্যে ফ্যাশন হাউজ ভাসাভি, মান্ত্রা, বুটিক হাউজ রঙ, আবর্তন, টেক্স মার্ট, নকিয়া, ওয়াল্টন, তিব্বত অন্যতম।

প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই শখ বিভিন্ন ছবির প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন। নায়ককেন্দ্রিক এবং ভালো গল্প না হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে শখ এক সাক্ষাতকারে বলেন, ‘আমি বেশি ছবিতে অভিনয় করার পক্ষে না। বছরে একটি ছবিতে অভিনয় করবো এতেই যথেষ্ট।’

সুপার হিরোখ্যাত নিলয়ের সাথে শখের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বজায় থাকলেও ২০১৩ সালের মাঝামাঝি সময়ে সম্পর্কে ভাঙ্গন ধরে। মিডিয়ায় নিলয়ের পদচারনার আগেই শখ সম্ভাবনাময়ী মডেলদের একজন হিসেবে পরিচিতি পান। পিপলুর নির্দেশনায় মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক দেশ ৫ বিজ্ঞানচিত্রের মডেল হওয়ার প্রস্তাব পান তারা দুজন। বিজ্ঞাপনের জন্য পোশাকের মাপ দিতে গিয়ে শখ-নিলয়ের মধ্যে প্রথম আলাপ হয়। প্রথম পরিচয়েই দুজন বেশ ভালো বন্ধুতে পরিণত হন। বিজ্ঞাপনটির পর তারা একসঙ্গে আরো দুটি বিজ্ঞাপনের মডেল হন। বিজ্ঞাপনের পাশাপাশি নিলয়-শখ বেশ ক’টি নাটকেও একসঙ্গে অভিনয় করেন। বিজ্ঞাপন আর নাটকের আঙিনা ছাড়িয়ে ২০১২ সালের শুরুতে শখ-নিলয় একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। কাজের মাধ্যমেই দুজনের প্রতি দুজনের ভালোলাগা তৈরি হয়।  প্রায় বছর দুয়েকের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেয়ার উদ্দেশ্যে তারা ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারী বাগদানও সম্পন্ন করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক বজায় থাকে নি। পরবর্তীতে ২০১৩ সালে বাংলানিউজ২৪ এর সাথে এক সাক্ষাতকারে এই সম্পর্ককে ইঙ্গিত করে শখ বলেন, ‘এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। এসবের কারণে আমি কিছুদিন আগে নিজের মোবাইল নাম্বারও পরিবর্তন করেছি। এটুকু বলতে চাই, একা আছি বেশ আছি’।

একই সাক্ষাতকারে প্রেম ও বিয়ের ভাবনা প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে আলোচিত হয়ে উঠেন শখ। তিনি বলেন, ‘বিয়ের আগে আমি শখ সবার। কারণ বর্তমানে আমি সিঙ্গেল আছি। তাই যে কেউ এই সুযোগ নিতে পারে।’

শখের বাবার নাম শামিম কবির ও মায়ের নাম শাহিদা কবির। আনিকা কবির ২০০৯ সালে এস এস সি পরীক্ষা দিয়েছেন ও ২০১১তে এইস এস সি দিয়েছেন। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করছেন শখ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামআনিকা কবির শখ
ডাকনামশখ
জন্ম তারিখঅক্টোবর ২৫, ১৯৯৪
জন্মস্থানঢাকা। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ।