সাইফুল ইসলাম একজন নৃত্য পরিচালক। তিনি ‘প্রেম পাগল’, ‘রঙ্গীন প্রাণ সজনী’, ‘মধু পূর্ণিমা’, ‘লাল বাদশা’, ‘সেই তুমি অনামিকা’ প্রভৃতি ছবির নৃত্য পরিচালনা করেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | সাইফুল ইসলাম |
ডাকনাম | সাইফুল |
কর্মপরিধি
- টাল মাতাল (২০২৪)
- সেই তুমি অনামিকা (২০১৩)
- মৃত্যুর ফাঁদে (২০০৯)
- পাওয়ার (২০০৮)
- হিংসা প্রতিহিংসা (২০০৩)
- ওস্তাদের ওস্তাদ (২০০২)
- বাবার বাবা (১৯৯৯)
- ধর (১৯৯৯)
- রাজার ভাই বাদশা (১৯৯৯)
- লাল বাদশা (১৯৯৯)
- আমার অন্তরে তুমি (১৯৯৮)
- রঙ্গীন প্রাণ সজনী (১৯৯৬)
- মৌমাছি (১৯৯৬)
- মুক্তির সংগ্রাম (১৯৯৫)
- দয়াবান (১৯৯৫)
- প্রেম পাগল (১৯৯৫)
- অন্যায় অত্যাচার (১৯৯৪)