সোহেল আরমান

সোহেল আরমান একাধারে চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রনাট্যকার, ও গীতিকার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘এইতো প্রেম’।

আরমান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক আমজাদ হোসেনের পুত্র। তার ভাই সাজ্জাদ হোসেন দোদুল। আরমান ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী ও মডেল তারিনকে। একপ্রকার পালিয়েই বিয়ে করেছিলেন তারা। প্রথমে গোপন রাখলেও পরে জানাজানি হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে টিকেনি। বছরখানেক মাত্র আয়ু ছিল তাদের সংসারের। সোহেল আরমান দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সংসারেও ভাঙ্গন ধরে।

ফেসবুক প্রোফাইল: Sohel Arman

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সোহেল আরমান
পিতা আমজাদ হোসেন