মৌসুমী নাগ

মৌসুমী নাগ (Moushumi Naag) একজন জনপ্রিয় টিভি অভিনেত্রী। রান আউট-এ অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

মৌসুমী নাগের অভিনয়ে হাতেখড়ি ঘটে যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাসের মেয়ে অরুনা বিশ্বাসের হাত ধরে। ২০০০ সালে অরুণা বিশ্বাসের একমাত্র ভাই মিঠু বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামীর পদবী গ্রহণ করে তার নাম হয় মৌসুমী বিশ্বাস। এ সময় তার স্বামী কানাডার সিটিজেন মিঠু বিশ্বাসের সাথে কানাডায় অবস্থানকালে তাদের পুত্রসন্তান ‘পৃথিবী’ জন্মগ্রহন করে। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘সুরে আঁকা ছবি’ শিরোনামে ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করলেও নিজের যোগ্যতায় ক্রমশই ছোটপর্দায় নিজের জায়গা করে নেন মৌসুমী বিশ্বাস।

মৌসুমী নাগ অভিনীত বিভিন্ন নাটকের মধ্যে ‘মাধবী ভিলা’, ‘নন্দিনী’, ‘প্রজাপতি মন’, ‘আমাদের সংসার’, ‘সাত সওদাগর’, ‘বৈরী বাতাস’, ‘জাদুর শহর’, ‘ঘটক বাকী ভাই প্রাইভেট লিমিটেড’, ‘ও চাঁদ’, ‘চুপ, আদালত চলছে’ ইত্যাদি অন্যতম। বিডিনিউজ২৪ এর সাথে এক সাক্ষাতকারে মৌসুমী নাগ সাহিত্য নির্ভর নাটক বেশী ভালো লাগে বলে জানান।

২০১০ সালের ৭ নভেম্বর মৌসুমী বিশ্বাস হঠাৎ দেশ ত্যাগ করে কানাডায় চলে যান। এ সময় নির্মানাধীন বেশ কিছু নাটকের শ্যুটিং বাধাগ্রস্থ হয়। ২০১১ সালের ৪ জুলাই আবার হঠাৎ দেশে ফিরে আসেন। পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ক্ষমা চেয়ে আবার অভিনয় শুরু করেন, তবে এ সময় তিনি স্বামীর পদবী বাদ দিয়ে তার পৈতৃক পদবী নাগ ব্যবহার শুরু করেন। আরেক টিভি অভিনেতা শোয়েব ইসলামের সাথে তিনি প্রণয় সম্পর্কে জড়িত – এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও দুজনের কেউ এর সত্যতা স্বীকার করেন নি। ২০১৪ সালের নভেম্বর মাসে শোয়েবের সাথে লিভ টুগেদার করছেন এমন একটি সংবাদ যুগান্তরে প্রকাশিত হওয়ার দিন কয়েক পরে মৌসুমী-শোয়েবের সাথে বিয়ের ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মৌসুমী নাগ লক্ষ্মী
ডাকনাম মৌসুমী নাগ